‘ডেঙ্গু বাঘ-সিংহের চেয়েও ভয়াবহ’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

‘ডেঙ্গু বাঘ-সিংহের চেয়েও ভয়াবহ’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ডেঙ্গু মশা বাঘ বা সিংহের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, এদের বিরুদ্ধে (ডেঙ্গু) জিহাদ করতে হবে। যেসব জায়গায় এডিস মশা জন্ম নেয় ও বংশবিস্তার করে যেমন টায়ারের ভাঁজে, ডাবের খোসায়, আইসক্রিমের কৌটায়- এসব কিছুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে।

রোববার রাজধানীর কাফরুলে জামিউল উলুম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতার কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা কোরআনের হাফেজ। আপনারা যারা কোরআন নিয়ে আছেন আপনাদের মন পরিষ্কার। আমার বিশ্বাস মাদ্রাসার ছাত্ররাই পারবে ঢাকা থেকে এডিস মশা দূর করতে। ’

মাদ্রাসার প্রিন্সিপাল আবুল বাশার নোমানীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জয়নুল বারী, ঢাকা জেলার জেলা প্রশাসক সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর