প্রথমে ওসি পরে চার পুলিশ ধর্ষণ করে, বললেন তরুণী

ধর্ষণ। প্রতীকী

প্রথমে ওসি পরে চার পুলিশ ধর্ষণ করে, বললেন তরুণী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাদক মামলার আসামিকে আদালতে তোলার পর বিচারকের সামনে পুলিশের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করলেন এক নারী।  
অভিযোগের ভিত্তিতে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় তরা হলেন- খুলনার জিআরপি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসমান গনি পাঠান, উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবল।

এদিকে, ঘটনা ধামাচাপা দিতে ওসি ওসমান গনি ওই পরিবারকে মোটা অঙ্কের টাকা প্রদানের প্রস্তাব দিয়েছেন বলেও ওই নারীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

ওই নারীর দুলাভাই জানান, গত শুক্রবার তার শ্যালিকা (২১) যশোর থেকে ট্রেনে খুলনায় আসলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেলস্টেশনে কর্তব্যরত জিআরপি পুলিশের সদস্যরা তাকে সন্দেহজনকভাবে ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে জিআরপি পুলিশের ওসি ওসমান গনি পাঠান তাকে প্রথমে ধর্ষণ করেন। পরের আরও চার পুলিশ কর্মকর্তা তাকে ধর্ষণ করেন।

পরদিন শনিবার ওই নারীকে পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দেখিয়ে মাদক মামলায় আদালতে তোলা হয়।

কিন্তু আদালতে বিচারকের সামনে ওই নারী পালাক্রমে গণধর্ষণের অভিযোগ করেন। এরপর আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই নারীর ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন।

ওসি ওসমান গনি তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, মাদক মামলা থেকে রেহাই পেতে ওই নারী এ ধরনের অভিযোগ তুলছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর