যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

বন্দুকযুদ্ধ। প্রতীকী

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলায় ‘বন্দুক যুদ্ধে’ শিশির ঘোষ নামে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। যার নামে বিভিন্ন জায়গায় ১৬টি মামলা রয়েছে। আজ বুধবার ভোরে যশোর রাজগঞ্জ সড়কের কাজলের ইটভাটা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ বোমা, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত শিশির ঘোষ যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে যশোর শহরের সরকারি মুরগি ফার্ম এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শিশির ঘোষকে বোমাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য বের হয়।

যশোর রাজগঞ্জ সড়কের ভাতুড়িয়ার কাবুলের ইটভাটা এলাকায় পৌঁছালে শিশির ঘোষের বাহিনী পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থলে শিশির ঘোষ নিহত হয়।

এসময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিহত শিশির ঘোষের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ ১৬টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর