নওয়াজ শরিফকে দেখতে গিয়ে মরিয়ম গ্রেপ্তার

ছবি সংগৃহীত

নওয়াজ শরিফকে দেখতে গিয়ে মরিয়ম গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এরপর তাকে এনএবি হেফাজতে রাখা হয়।

বৃহস্পতিবার লাহোরের কোট লাখপাতের কারাগার থেকে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে এনএবি।

মরিয়ম বর্তমানে জাতীয় জবাবাদিহি ব্যুরোর প্রধান কার্যালয়ে আছেন।

এ সময় চৌধুুরী সুগার মিল মামলায় ইউসুফ আব্বাস নামে তার এক আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়।  

এর আগে সকালে তাকে এনএবি কার্যালয়ে হাজির হওয়ার জন্য তলব করা হয়। কিন্তু মরিয়ম নওয়াজ হাজির না হওয়ায় তাকে গ্রেপ্তার করে এনএবি।

এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, আগামীকাল সকালে তাকে জাতীয় জবাবদিহি আদালতে উপস্থিত করা হবে।

মরিয়ম পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর