ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

সুখোই-৩০ যুদ্ধবিমান

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাক-ভারত উত্তেজনার মঝে ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দেশটির আসামের তেজপুরে কাছে উড্ডয়নের পরই প্রশিক্ষণ এয়ারক্রাফটি একটি ধানখেতে আছড়ে পড়ে।

তবে বিমানের দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দেশটির প্রতরক্ষা প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে এনডিটিভি জানায়, এস -৩০ এমকেআই যুদ্ধবিমান একটি রুটিন ট্রেনিং মিশনে ছিল।

দুর্ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

লে. কর্নেল পান্ডে জানিয়েছেন, স্থানীয় লোকজন দুই পাইলটকে তেজপুরের আর্মি হাসপাতালে নিয়ে যায়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর