‌‌‌‌‘‌ডেঙ্গুকে সরকার অবহেলা করায় আজ মহামারি’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‌‌‌‌‘‌ডেঙ্গুকে সরকার অবহেলা করায় আজ মহামারি’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ডেঙ্গুকে সরকার প্রথমে অবহেলা করায় তা এখন মহামারিতে পরিণত হয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এবারের ঈদ ডেঙ্গুর মতো মহামারি ও বন্যা নিয়ে এসেছে। সরকার যদি প্রথম থেকে অবহেলা না করতো তাহলে হয়তো এই মহামারি অবস্থার তৈরি হতো না।

রোববার (১১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ফখরুল।

ফখরুল বলেন, সরকার মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত। ক্ষমতায় টিকে থাকার জন্য এ সরকার সমস্ত অনৈতিক ও অমানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এবারে ঈদে ঘরে ফেরা মানুষজনের অসহনীয় দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল।

তিনি বলেন, পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে এ সরকার ব্যর্থ হয়েছে, সেজন্য সঠিক সময়ে ঘরমুখো মানুষজন গন্তব্যে ফিরতে পারছে না।

কাশ্মীরের ব্যাপারে বিএনপির এ নেতা বলেন, কাশ্মীরের জনগণের পক্ষে সরকারের কাজ করা উচিত বলে মনে করছি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর