‌‌‘শেষ ভালোই আসল ভালো’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

‌‌‘শেষ ভালোই আসল ভালো’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যার শেষ ভালো, সেটাই আসল ভালো বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল। তবে ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর ওপারে নলকা পর্যন্ত সমস্যা হয়েছে। সেটা ছিল ঈদের আগের দিন।

গতকাল শেষটা ভালো ছিল। যার শেষ ভালো, সেটাই আসল ভালো।

সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়ির দরজার মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, মাঝখানে নদীতে তীব্র স্রোত এবং ভারি বৃষ্টির জন্য চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।

সড়কে পশুবাহী গাড়ির জন্যও চলাচলের কারণে কোথাও কোথাও সমস্যা হয়েছে। তাছাড়া দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল। শেষ পর্যন্ত মানুষ সস্তিতে ফিরেছে।

এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাসহ অনেকে।

এর আগে মন্ত্রী তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর