পাকিস্তানের মসজিদে হামলা, ইমামসহ নিহত ৪

মসজিদে বোমা বিস্ফোরণের পর

পাকিস্তানের মসজিদে হামলা, ইমামসহ নিহত ৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ইমামসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০জন।

নিহতদের মধ্যে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের এক নেতার ভাই রয়েছে।

শুক্রবার প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ২৫ কিলোমিটার দূরের ওই মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

আফগান যুদ্ধের অবসানের জন্য যখন আমেরিকা ও তালেবানেরে মধ্যে শান্তি আলোচনা চলছে তখন এ হামলা হলো।

এ হামলা শান্তি আলোচনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বোমা বিস্ফোরণের সময় তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদেরর ছোট ভাই হাফিজ আহমাদুল্লাহ নিহত হন।

এক তালেবান নেতা বলেন, আমরা এক বোমা বিস্ফোরণে নেতা শেখ হাইবাতুল্লাহর ছোট ভাইকে হারিয়েছি।

এ ঘটনায় আখুন্দজাদার ছেলেও আহত হয়েছেন বলে অপর এক সূত্র জানায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)