কালীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে খালা-ভাগ্নর মৃত্যু

কালীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে খালা-ভাগ্নর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খালা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা শীতলক্ষ্যা নদীর বঙ্গবন্ধু পয়েন্ট এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় দত্ত।  

নিহত ভাগ্নে উপজেলার তুমলিয়া ইউনিয়ের অলুয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. নাসিম (১৭)।

সে মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। আর নিহত খালা নরসিংদীর পলাশ উপজেলা ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের ইসলাম মিয়ার মেয়ে মোসা. নাসিমা।  

স্থানীয় সূত্রে জানা যায়, ভাগ্নে নাসিম বেড়াতে যায় নানা বাড়ি পলাশের ইসলাম পাড়ায়। সেখান থেকে রোববার দুপুরে খালা নাসিমাসহ বাড়ির অন্যদের নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়।

সেখানে নদীর স্রোতে তারা দু’জন পানির নিচে তলিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘন্টা পর নদী থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।  

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় দত্ত জানান, পানিতে ডোবা দুই রোগীকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর