বিএনপির রাজনীতির দুর্গন্ধ এখন বিদেশেও ছড়াবে: তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

বিএনপির রাজনীতির দুর্গন্ধ এখন বিদেশেও ছড়াবে: তথ্যমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিদেশের মাটিতে যদি বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি তোলে তবে তাদের রাজনীতির দুর্গন্ধ বিদেশেও ছড়াবে।

আজ সোমবার বিকেলে ধানমণ্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত দুর্নীতির দায়ে বেগম জিয়াকে সাজা দিয়েছেন। তিনি কিভাবে এতিমদের অর্থ আত্মসাৎ করেছেন তা দেশবাসী জানে।

এখন যদি তারা ইস্যুটিকে আন্তর্জাতিক মহলে নিয়ে যান, তবে বিশ্ববাসীও তা জানবে।

ড. হাছান বলেন, নিম্ন আদালত দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল। রায়ের পর বিএনপি উচ্চ আদালতে আপিল করলে আদালত তার সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়।

এ সময় বিএনপি মহাসচিবের ‘আওয়ামী লীগ চামড়াশিল্প ধ্বংস করে দিতে চায়’ এমন মন্তব্যের প্রতি সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, চামড়াশিল্প নিয়েও বিএনপির অপরাজনীতি সফল হয়নি।

বর্তমান সরকারের আমলে চামড়া রপ্তানি ৪০০ মিলিয়ন ডলার থেকে ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

তিনি আরও বলেন, দেশে গত দশ বছরের অর্থনৈতিক উন্নয়নে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে পশু কোরবানি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, আগের ৩০-৪০ লক্ষ পশুর জায়গায় এখন প্রায় ১ কোটি পশু কোরবানি হয়। সে তুলনায় ট্যানারির সংখ্যাবৃদ্ধি ঘটেনি, যদিও অনেক চামড়াশিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ও আওয়ামী লীগের ডেপুটি প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর