মুক্তাগাছায় পৌর মেয়রকে জনগণের ধাওয়া

ম্যাপ

বিজয়মঞ্চের ব্যানারে নেই বঙ্গবন্ধুর ছবি

মুক্তাগাছায় পৌর মেয়রকে জনগণের ধাওয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিজয়মঞ্চের ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও জয় বাংলা শ্লোগান না রাখা এবং বিএনপি নেতা পৌর মেয়র কর্তৃক ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় মঞ্চ ভাঙচুর ও পৌর মেয়রকে ধাওয়া করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌর মেয়রের বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। বিষয়টি নিয়ে মেয়রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

শনিবার সকালে মুক্তাগাছা পৌর সভার সামনে রক্তিম স্বাধীনতা স্মৃতিস্তম্ভে যথারীতি শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারসহ বিভিন্ন সংগঠনের লোকজন ফুলের তোড়া নিয়ে যান।

সেখানে গিয়ে দেখেন চরম অব্যবস্থাপনার পাশাপাশি বিজয় মঞ্চের ব্যানার এবং পৌরসভার অন্যান্য কর্মসূচির কোথাও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও জয় বাংলা শ্লোগান ব্যবহার করা হয়নি। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, সন্তান, আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্নজন প্রতিবাদ করেন। সেখানে উপস্থিত পৌর মেয়র শহিদুল ইসলাম শহিদ এ বিষয়ে কোন সদুত্তর না দিয়ে বিরূপ মন্তব্য করায় উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে মঞ্চ ভাঙচুর করে। এক পর্যায়ের উত্তেজিত জনতা পৌর মেয়রকে ধাওয়া করলে মেয়র কর্মচারীদের সহযোগিতায় দৌড়ে গিয়ে পৌর ভবনে আশ্রয় নেয়।
পরে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, শহর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ, ওলামা লীগসহ লোকজন মেয়রের বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে মুক্তাগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুল হাই আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহের সরকার ছানা মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা কৃষিবিদ নজরুল ইসলাম খোকন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক এবিএম জহিরুল  হক জহির, তাঁতী লীগের সভাপতি মুশফিকুর রহমান মশিউর, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের সভাপতি নয়ন কুমার দে, উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হুমি, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল জলিল ফারুক, যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, ওলামা লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, তারাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম নাসির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক খোন্দকার মঞ্জুর মালেক সুদীপ্ত, হৃদয়ে বঙ্গবন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম বিটুল, কলেজ ছাত্রলীগ সভাপতি রকিব উদ্দিন আহমদেসহ আওয়ামী ঘরানার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দ্রুত সময়ের মধ্যে মেয়রের অপসারণ ও বিচার দাবির পাশাপাশি জাতির পিতাকে অবমাননার দায়ে মেয়রের বিরুদ্ধে মামলা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সম্পর্কিত খবর