শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

শরীয়তপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপ‌জেলায় মো. দাদন লস্কর (২৫) নামে এক ক‌লেজ ছ‌াত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। দাদন উপজেলার ইদিলপুর ইউনিয়‌নের মাছুয়াখা‌লি গ্রা‌মের কৃষক জামাল হো‌সেন লস্ক‌রের ছে‌লে।

তিনি ডেঙ্গু আক্রান্ত  হয়ে রোববার (২৫ আগস্ট) রাত সা‌ড়ে নয়টার দি‌কে মারা যান।

এ নিয়ে শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন নারী ও এক পুরু‌ষের মৃত্যু হলো।

গত ৩০ জুলাই জাজিরার স্কুল শিক্ষিকা বর্ষা আক্তার (২৭), ৫ আগস্ট ভেদরগঞ্জের ইতালি প্রবাসি হাফসা লিপি (৩০) ও ২১ আগস্ট ডামুড্যার গৃহবধূ‚ সুরাইয়া বেগম (৩৭) মারা গেছেন।

প‌রিবার ও স্থানীয় সূত্র জানায়, দাদনরা তিন ভাই, এক বোন। দাদন সংসা‌রের বড় ছে‌লে। তি‌নি গোসাইরহাট সরকারি সামসুর রহমান বিশ্ববিদ্যালয় ক‌লে‌জের ডিগ্রী দ্বিতীয় ব‌র্ষের ছাত্র।

অভা‌বের সংসা‌রের হাল ধর‌তে তি‌নি ঢাকা বানানী‌র এক‌টি হো‌টে‌লে ম্যা‌নেজার হি‌সে‌বে চাক‌রি কর‌তেন।

গত ১৫ আগস্ট বৃহস্প‌তিবার হঠাৎ জ্বর অনুভব হয় তার। জ্বর বাড়‌তে থাক‌লে ২২ আগস্ট বৃহস্প‌তিবার শরীয়তপু‌রের গ্রা‌মের বা‌ড়ি চ‌লে আসেন তি‌নি। প‌রের দিন শুক্রবার সন্ধ্যায় প‌রিবার দাদন‌কে গোসাইরহাট উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়।

সেখানে রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। ওই হাসপাতালের চিকিৎসা চলছিল তার। রোববার বি‌কে‌লে দাদ‌নের অবস্থার অবন‌তি হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক তাকে শরীয়তপুর সদর হাসাপাত‌লে পাঠান।

কিন্তু গোসাইরহা‌টে এ্যাম্বু‌লেন্স না পে‌য়ে তা‌কে প্রাইভেটকা‌রে সদর হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার সময় প‌থে তার মৃত্যু হয়।

‌গাসাইরহাট উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অফিসার (আরএমও) ডা. ইব্রা‌হিম খ‌লিল ব‌লেন, ডেঙ্গু রোগীটি গোসাইরহাট স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ছিল। রোববার অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে সদর হাসপতা‌লে রেফার্ড করা হয়। হাসপাতা‌লে নেওয়ার প‌থেই তার মৃত্যু হয়।

(নিউজ টোয়েন্টিফোর/রতন/তৌহিদ)

সম্পর্কিত খবর