ছিনতাইকারীর ছোবলে প্রাণ গেল ৫ মাসের শিশুর

প্রতীকী ছবি

ছিনতাইকারীর ছোবলে প্রাণ গেল ৫ মাসের শিশুর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীতে ছিনতাইকারীর ছোবলে প্রাণ গেল পাঁচ মাসের এক শিশুর। সোমবার ভোরে রিকশাযোগে সন্তানকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাবা শাহ আলম ও মা আকলিমা। পুরান ঢাকার গেণ্ডারিয়া রেলস্টেশন থেকে দয়াগঞ্জ যাওয়ার পথে নামাপাড়া এলাকায় ছিনতাইকারির মুখে পড়েন তারা। দুর্বৃত্তরা শিশুটির মায়ের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে শিশুটিকেই হ্যাচকা টানে মায়ের কোল থেকে ফেলে দেয় পাকা সড়কে।

প্রাণ হারায় মাত্র কয়েক মাস আগে পৃথিবীর আলো দেখা শিশুটি।

শিশুটির বাবা জানান, ভোরের ফাঁকা রাস্তায় রিকশা দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে নামাপাড়া বস্তি থেকে এক যুবক তার স্ত্রীর কাছে থাকা কাপড়ের ব্যাগটি হেঁচকা টান দেয়। অথচ ব্যাগের মধ্যে ছিল শুধু বাচ্চার ওষুধপত্র। এ ঘটনায় শিশুটি এবং তার মা দু'জনই রাস্তায় পড়ে যায়।

পরে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছেন বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন) ইফতেখাইরুল ইসলাম।

সম্পর্কিত খবর