ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন শুনবেন হাইকোর্ট

ওসি মোয়াজ্জেম

ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন শুনবেন হাইকোর্ট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় গ্রেপ্তার সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করা হবে আগামী ১৩ অক্টোবর।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ ও রানা কাওসার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পী ও সহকারী অ্যাটর্নি জেনারেল শাহানা পারভীন।

মূল মামলার বাদীপক্ষে ছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

গত ১৭ জুলাই (বুধবার) সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন এ মামলায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এই মামলায় ২য় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ সেপ্টেম্বর (রোববার) দিন ধার্য রয়েছে।

এর আগে হাইকোর্টে করা জামিন আবেদন ৯ জুলাই (মঙ্গলবার) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

চলতি বছরের ১৬ জুন (রোববার) রাজধানীর শাহবাগ এলাকা থেকে আসামি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৭ জুন (সোমবার) তাকে ফেনীর সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করে করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর