থানায় গণধর্ষণ, জামিন পেলেন সেই নারী

থানায় গণধর্ষণ

থানায় গণধর্ষণ, জামিন পেলেন সেই নারী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রেলওয়ে (জিআরপি) থানায় আটকের পর ধর্ষণের অভিযোগকারী সেই নারী পুলিশের দেওয়া মাদক মামলায় জামিন পেয়েছেন।

বুধবার দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান জামিন আবেদন মঞ্জুর করেন। মামলায় বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত ২ আগস্ট রাতে ওই নারীকে আটকের পর রেলওয়ে থানায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ ওঠে।

পরের দিন ৩ আগস্ট ৫ বোতল ফেন্সিডিলসহ আটক দেখিয়ে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ওই মামলায় আদালত জামিন দিয়েছেন।

আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, মামলায় আগামী ২ সেপ্টেম্বর শুনানীর দিনে বিবাদী নারীকে আদালতে হাজির করার শর্তসাপেক্ষে এই জামিন আবেদন মঞ্জুর করা হয়।

এদিকে ধর্ষণের অভিযোগ জানালে আদালতের নির্দেশে এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারী পরীক্ষা করানো হয়।

এছাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ভূক্তভোগী নারী বাদি হয়ে রেলওয়ে থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করেন।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর