মাশরাফির কারণে বিশ্বকাপে প্রত্যাশিত ফল হয়নি: সাকিব

ফাইল ছবি

মাশরাফির কারণে বিশ্বকাপে প্রত্যাশিত ফল হয়নি: সাকিব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সম্প্রতি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘আমি সব সময়ই বিশ্বাস করেছি যে এবারের বিশ্বকাপে অনেক দূরে যাওয়া সম্ভব ছিল। হয়তো সবার সাহায্য পেলে আমরা সেমিফাইনালেও চলে যেতাম। অনেক কারণে অনেক সময় সবকিছু ঠিকঠাক হয় না। ’

দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘কোনো খেলোয়াড়ের পারফরম্যান্স ভালো না হলে সে দলের চেয়ে নিজেকে নিয়ে বেশি ভাবতে শুরু করে।

তখন সমস্যা হয়ে যায়। আমার মনে হয়, মাশরাফি ভাইয়ের ক্ষেত্রেও এটাই ঘটেছে। যেহেতু অধিনায়ক পারফর্ম করছিল না, এটা বড় সমস্যা। তার জন্যও, দলের জন্যও।

বিশ্বকাপে দুটি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ৬০৬ রান করা সাকিব আরও বলেন, ‘অধিনায়ককে পারফর্ম করতে হবে, এর কোনো বিকল্প নেই। ওই জায়গাটাতে আমরা অনেক বেশি পিছিয়ে গেছি। তারপরও অসম্ভব ছিল না। বিশ্বকাপে আমরা শুরুটা করি খুবই ভালো। কিন্তু পরের দিকে তা ধরে রাখতে পারিনি। ’

বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র এক উইকেট শিকার করেন অধিনায়ক মাশরাফি।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। সেই ম্যাচের একটা সময়ে সাকিবের সঙ্গে ব্যাটিংয়ে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ স্লো ব্যাটিং দেখে সাকিব ড্রেসিংরুমে ফিরে অধিনায়ক মাশরাফিকে নাকি বলেছিলেন, রিয়াদকে পরের ম্যাচে বাদ দেয়ার জন্য।  

গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ নিয়ে বাংলদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বলেছেন, ‘এখানে লুকোচুরির কিছু নেই। যে এই বিষয়টা বলেছে বা এই সংবাদ করেছে, তিনি কাজটা ঠিক করেননি।

বিশ্বকাপের সময় সাইফউদ্দিনকে নিয়ে একটা সংবাদ ছাপা হল। ও নাকি বড় দলের বিপক্ষে ভয়ে খেলে না। এ সব খবর কি দলের জন্য ভালো? দলে যারা ছিল তারা জানে এই নিউজ কে করিয়েছে। সাইফউদ্দিন কি খেলেনি? একটা দলকে মানসিকভাবে ভেঙে দেয়ার জন্য এ সবই যথেষ্ট। ’


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর