বাসাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইস প্রতিযোগীত

নৌকাবাইস প্রতিযোগীত

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইস প্রতিযোগীত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে হয়ে গেলো আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা। নৌকাবাইচ উপভোগ করতে বাসইল ছাড়াও আশপাশের এলাকা থেকে কয়েক হাজার লোক জড়ো হয়। বাসাইলের চাপড়া বিল ও এর আশপাশের এলাকায়।

সোমবার বিকেলে প্রতিযোগিতায় সোনারতরী, ময়ূরপঙ্খী, মায়ের দোয়া, জীবনতরী, পঙ্খীরাজ, আদর্শ গ্রাম, বাংলার বাঘ, জনতারতরীসহ বাহারী রং ও নামের প্রায় অর্ধশতাধিক নৌকা অংশ নেয়।

মোট  ৬টি গ্রুপে অংশ গ্রহণ করে নৌকাগুলো।  

প্রতিযোগিতায় প্রথম হয় ভুঞাপুরের আল্লাহ ভরসা আর দ্বিতীয় বাসাইল উপজেলার নথখোলার আদর্শ গ্রাম।  

নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

 

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর