বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

ঢাকা

বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয় থেকে তৃতীয়তে উঠে এসেছে।

এবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক এবং নাইজেরিয়ার লাগোস শহর ঢাকার নিচে স্থান পেয়েছে।

ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ১৪০টি শহর নিয়ে এ তালিকা প্রকাশ করে।  

মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় ১৩৮তম অবস্থানে রয়েছে ঢাকা।

অর্থাৎ শেষের দিক থেকে তিন নম্বরে অবস্থান এই শহরটির।

এরপর রয়েছে লিবিয়ার ত্রিপোলি (৪), পাকিস্তানের করাচি (৫), পাপুয়া নিউ গিনির পোর্ট মোরসবি (৬), জিম্বাবুয়ের হারারে (৭), ক্যামেরুনের দুয়ালা (৮), আলজেরিয়ার আলজিয়ার্স (৯), এবং ভেনিজুয়েলার রাজধানী কারাকাস (১০)।

স্থায়িত্ব, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো এই কয়েকটি বিষয় বিবেচনায় রেখে তালিকাটি তৈরি করা হয়েছে।

আগের বছরের মতোই ২০১৯ সালের তালিকায়ও প্রথমে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।

বাসযোগ্যতার দিক থেকে ভিয়েনার পরই রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (২), অস্ট্রেলিয়ার সিডনি (৩), জাপানের ওসাকা (৪),  কানাডার ক্যালগেরি (৫), কানাডার ভ্যাঙ্কুভার (৬), কানাডার টরন্টো (৭), জাপানের টোকিও (৮), ডেনমার্কের কোপেনহেগেন (৯) ও অস্ট্রেলিয়ার এডিলেড (১০)।

রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে প্যারিস ও হংকং যথাক্রমে তালিকার ২৮ এবং ৩৮তম স্থানে নেমে গেছে। সিঙ্গাপুর আছে ৪০তম স্থানে। পরিবেশ দূষণের কারণে দিল্লি এবং কায়রোর অবস্থান তালিকার নিচের দিকে নেমে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর