তিন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ

তিন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির তিনজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তাদের আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার হস্তান্তর করেন।  

এ সময় রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার, প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষিকা সুমিয়া চাকমা উপস্থিত ছিলেন।  

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

সরকারের উদ্যোগে দেশের অনগ্রসর, বঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, অটিস্টিক এবং জন্মগতভাবে কিংবা অন্য যেকোনো কারণে শারীরিক ও মানসিকভাবে সমস্যাগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণ, উন্নয়ন, প্রশিক্ষণ ও ক্ষমতায়নের জন্য বহুমাত্রিক সেবা প্রদান করে যাচ্ছে। তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর