‘পরিণতি ভেবেই ইরানে হামলা চালাননি ট্রাম্প’

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন।

‘পরিণতি ভেবেই ইরানে হামলা চালাননি ট্রাম্প’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ভয়ে পাল্টা হামলা চালায়নি।

বহু মানুষের প্রাণহানি ঘটবে এ কথা ঠিক নয় বরং মার্কিন সেনাবাহিনী তাকে বুঝিয়েছিল যে তেহরানের ওপর হামলা চালানো হলে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।

বুধবার মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেন, যখন মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় তখন ইরানের ওপর তৎক্ষণাৎ পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের ওপর হামলা চালানো হলে এর পরিণতি বিশেষ করে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, যেসব দেশে প্রতিরোধকামী সংগঠনগুলো সক্রিয় আছে তাদের কাছ থেকে কি প্রতিক্রিয়া আসতে পারে সে বিষয়ে তাকে ব্রিফিং করেন।

তিনি বলেন, সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারবেন না।

শত শত মানুষের প্রাণহানি ঘটবে-এই অজুহাতে তিনি হামলা চালাননি বলে ট্রাম্প যে দাবি করেছেন তা ডাহা মিথ্যা বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর