বাংলাদেশকে ব্লাংক চেক দিয়েছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশকে ব্লাংক চেক দিয়েছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশকে ব্লাংক চেক দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, তোমাদের প্রয়োজন মতো টাকার অঙ্ক লিখে নাও।

বৃহস্পতিবার বিকালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) মার্সি টেম্বনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মার্সি টেম্বন বলেছেন- নদী, পানি ও ব্লু ইকোনমিতে বাংলাদেশকে আর্থিক সহায়তা দেয়া হবে।

মূলত আমি বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ডিং করতে এসেছি। ব্লু-ইকোনমির ৮৮ শতাংশ কাজে লাগানোর সুযোগ রয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের এ কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ-ভুটান) তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশে প্রকল্প তৈরি ও অর্থায়নে প্রস্তুত।

যত অর্থের প্রয়োজন হোক না কেন তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক। সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানোর জন্য বিশ্বব্যাংকের পরামর্শ নেয়া হবে।

ডেল্টা প্ল্যান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের পাশাপাশি ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বিশ্বব্যাংক এগিয়ে আসবে। এ খাতে অর্থ ও প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে। ফলে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ত্বরান্বিত হবে। ডেল্টা প্ল্যানে যদি ভারতও আসতে চায়, তবে স্বাগত জানাব।

তিনি আরও বলেন, সড়ক ব্যবস্থাপনায় সব ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটি। সড়কে বাস-বে (যাত্রী উঠানামার জায়গা বা স্টপেজ), সড়কের পাশে চালকদের জন্য বিশ্রামাগারসহ নানা উন্নয়ন কাজ করছে সরকার। এসব দেখে প্রশংসা করেছে বিশ্বব্যাংক।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর