স্বর্ণসহ গ্রেপ্তার কেবিন ক্রু দু'দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

স্বর্ণসহ গ্রেপ্তার কেবিন ক্রু দু'দিনের রিমান্ডে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।  

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওমানের মাসকাট বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে আসা একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে অভিযান চালানো হয়।

ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হয়ে আসার সময় পুলিশ সদস্যরা মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০ কেজি স্বর্ণ পাওয়া যায়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর