'জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত'

ফাইল ছবি

'জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এছাড়া মহাসড়ক থেকে টোল আদায়ে প্রধানমন্ত্রীর নির্দেশকে গণবিরোধী বলেও আখ্যায়িত করেন তিনি।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের মহাসড়কগুলো তো টোল আদায়ের জন্য উপযুক্তই না।

সারা দেশের মহাসড়কগুলো বেহাল। এসব কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে টোল আদায় করলে বাস ভাড়া আরও বাড়বে। পরিবহন মালিকরা এমনিতেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেন।
এখন টোলের টাকাও যাত্রীদের কাছ থেকে ওঠানো হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, ট্রেড লাইসেন্স নিতে গেলে এখন পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা গুনতে হচ্ছে। বাড়ির হোল্ডিং ট্যাক্স বাড়িয়েছে বহুগুণ। কয়েক বছরে গ্যাস-বিদ্যুৎ-পানির বিল ১০ গুণেরও বেশি বাড়িয়েছে। মানুষ মোবাইলে কথা বলবে সেখান থেকেও টাকা কেটে নিচ্ছে সরকার। সরকার সারাদেশে লুটপাট চালিয়ে দেশকে ফোকলা করে ফেলেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মাহবুবুল হক নান্নুসহ অনেকে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর