গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান: কাজী ফিরোজ 

ছবি সংগৃহীত

গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান: কাজী ফিরোজ 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত থাকা অবস্থায় চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে মনোনয়ন দিয়ে গেছেন। তাই গঠনতন্ত্র অনুযায়ী তিনিই জাতীয় পার্টির চেয়ারম্যান।

পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে শুক্রবার বিকালে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা চলাকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যৌথসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘জাতীয় পার্টি গঠনতন্ত্র মোতাবেক চলে, এর বাইরে কারও কিছু করা সম্ভব নয়। একজন সিনিয়র সদস্য আরেকজনকে চেয়ারম্যান ঘোষণা করেছেন- এটি গঠনতন্ত্রবিরোধী। চেয়ারম্যান (এরশাদ) জীবদ্দশায় যেহেতু বলে গেছেন, তাই জিএম কাদেরই দলের চেয়ারম্যান। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

এ প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘দলের বিরুদ্ধে অবস্থান নেয়া অপরাধ। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ উপধারা ১(ক)-এ স্পষ্টভাবে বলা আছে, জাতীয় পার্টির চেয়ারম্যান যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন, যে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারবেন এবং যে কোনো ব্যক্তিকে তার স্থলে স্থলাভিষিক্ত করতে পারবেন। তার মানে চেয়ারম্যান তার নিজ অবস্থানে যে কাউকে চেয়ারম্যান করতে পারবেন। ’

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘১৭ আগস্ট প্রেসিডিয়ামের সভা হয়েছিল, সেখানে ৩৪ জনের মধ্যে ২৬ জন বক্তব্য রেখেছিলেন। তারা বলেছিলেন, পার্টির যিনি চেয়ারম্যান, তিনি হবেন পার্লামেন্টের বিরোধী দলের নেতা। সেই রেজুুলেশনের

ভিত্তিতে সংসদ সদস্যদের ডেকেছিলাম। সেখানে ১৫ সংসদ সদস্য জিএম কাদেরকে মনোনয়ন দিয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। সে অনুযায়ী আমরা স্পিকারকে চিঠি দিয়েছিলাম। ’

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর