মাটিতে পুঁতে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

ছবি সংগৃহীত

মাটিতে পুঁতে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার গহীন অরণ্যে মাটিতে পুঁতে রাখা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও আনসার বাহিনীর পোশাক উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।  

বান্দরবানের-কক্সবাজার সীমান্তবর্তী উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার একটি বাঁশবাগান থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালায় পুলিশ।  

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানিয়েছেন, নাশকতা বা ডাকাতি প্রস্তুতির জন্য এসব অস্ত্র মজুদ রাখা হতে পারে। ওই এলাকার জনৈক শামসু ডাক্তারের বাড়ির পাশের একটি বাঁশ বাগানের মাটিতে পুঁতে রাখা উদ্ধারকৃত অস্ত্র মধ্যে রয়েছে দেশিয় তৈরি ২টি বন্দুক, বিদেশি একটি রাইফেল, দেশীয় তৈরি একটি রাইফেল, ৬ রাউন্ড রাইফেলের গুলি ও ২ রাউন্ড বন্দুকে কার্তুজসহ আনসার বাহিনীর পোশাক।

 

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে তদন্ত চলছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর