‘শেখ হাসিনার কাছে যাদুর কাঠি আছে’

কৃষিমন্ত্রী শেরপুর-২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী।

‘শেখ হাসিনার কাছে যাদুর কাঠি আছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেই দেশে খাদ্য ঘাটতি হয় আর থাকলে খাদ্য উদ্বৃত্ত হয় বলে জানিয়েছেন সাবেক কৃষিমন্ত্রী শেরপুর-২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেছেন, বর্তমানে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশ। শেখ হাসিনার কাছে যাদুর কাঠি আছে।

শনিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুক্ত মে ১৬২টি মাধ্যমিক, নিন্ম মাধ্যমিক, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লোহার ব্রেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৬ লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে ২০০৯ সালে সরকার গঠন করছি। তার আগে ৯৬ সালে যখন ক্ষমতায় আসি তখন খাদ্য ঘাটতি ছিল ৪০ লাখ টন। ২০০০ সালে হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখন দেশে আবার খাদ্য ঘাটতি হয়েছে।

আবারও হাসিনা ক্ষমতায় আসলে দেশ খাদ্যে উদ্বৃত্ত হয়।

‌‘শেখ হাসিনার কাছে সেই জাদুর কাঠি আছে যা দিয়ে তিনি দেশকে খাদ্যে স্বয়ংস্পূর্ণ করে তুলেছেন। সেই জাদুর কাঠি হলো নিখাদ দেশপ্রেম আর মানুষের জন্য ভালোবাসা। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর