‘ধর্ষিতা’ সাত মাসের অন্তঃসত্ত্বা, জামিনে অভিযুক্ত

ধর্ষণ। প্রতীকী

‘ধর্ষিতা’ সাত মাসের অন্তঃসত্ত্বা, জামিনে অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রীকে (২০) ধর্ষণের মামলায় আসামি শিঞ্জন রায়কে জামিন দিয়েছেন আদালত। রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলায় বিবাদী পক্ষের আইনজীবী এমএম মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত শিঞ্জন রায় খুলনার কর কমিশনার প্রশান্ত রায়ের ছেলে।

তিনি বলেন, মামলায় পুলিশের প্রতিবেদন আদালতে না দেওয়া পর্যন্ত শিঞ্জনকে জামিন দেওয়া হয়েছে।

জানা যায়, বিয়ের প্রলোভন দেখি‌য়ে ধর্ষণের অভিযোগে গত ১৬ আগস্ট শিঞ্জন রায়ের বিরুদ্ধে মামলা করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ওই ছাত্রী। এর আগে প্রেমিকা ওই ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা থাকার পরও ১৪ আগস্ট অন্যত্র বিয়ে করেন শিঞ্জণ। মামলার পর পুলিশ শিঞ্জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।

এর মধ্যে ২৪ আগস্ট মামলার বাদী অন্তঃসত্ত্বা ছাত্রীর
সঙ্গে শিঞ্জনের সম্পর্ক নিশ্চিত হতে দুজনের ডিএনএ পরীক্ষা ও মোবাইল কললিস্ট সংগ্রহের নির্দেশ দেয় আদালত। পুলিশ এরই মধ্যে শিঞ্জনের পাসপোর্ট জব্দ করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর