ভারতকে আকাশ দিল না পাকিস্তান

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ

ভারতকে আকাশ দিল না পাকিস্তান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নয়া দিল্লি। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ভারত।

বিদেশি গণমাধ্যমের খবরে প্রকাশ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত সঠিক হয়নি, ইসলামাবাদের এ সিদ্ধান্তে নয়া দিল্লি ভীষণ ক্ষুব্ধ। ভারত পাকিস্তানকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে।

রাষ্ট্রীয় সফরে আগামী সোমবার আইসল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের।

প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদের কাছে অনুরোধ জানায় নয়াদিল্লি। কিন্তু ওই অনুরোধ নাকচ করেছে পাকিস্তান।

ভারতের অনুরোধ নাকচ করে দেওয়ার কথা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

প্রধানমন্ত্রী ইমরান খান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর