‘‌‌মা তোমরা কেউ বাদী হয়ও না’

স্ত্রীর আত্মহত্যা

‘‌‌মা তোমরা কেউ বাদী হয়ও না’

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ থেকে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুইসাইড নোট লিখে নীলা খাতুন (২৬) নামে তিন সন্তানের এক মা আত্মহত্যা করেছেন।

রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়া বাড়িতে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। গৃহবধূ নীলা কালীগঞ্জ উপজেলার চেউনিয়া গ্রামের শামিরুল ইসলামের স্ত্রী। তার স্বামী শামিরুল শহরের একটি হোটেলে কাজ করেন।

তাদের নিলয়-নিরব নামের দেড় বছরের যমজ দুটি ছেলে ও শামীমা নামে ছয় বছরের একটি মেয়ে আছে।

গৃহবধূর স্বজনেরা জানান, রাতে নীলা মারা যাওয়ার সংবাদ পেয়ে উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়া বাড়িতে আসেন তার পরিবার। এ সময় তারা দেখতে পান নীলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নীলা আত্মহত্যা করার সময় পাশের ঘরেই তার স্বামী শুয়ে ছিলেন।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন কিছু জানেন না বলে জানান।

গৃহবধূর মেয়ে শামীমা জানায়, দুপুরের দিকে মা এই কাগজে লিখেছেন। চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম। কেউ আমার স্বামীকে দোষ দিও না। মা তোমরা কেউ বাদী হয়ও না। এটা আমার অনুরোধ রইল। নীলা।

কালীগঞ্জ থানার ওসি মো. ইউনুচ আলী জানান, প্রাথমিকভাবে চিরকুট দেখে মনে হচ্ছে গৃহবধূ নীলা আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর