হংকংয়ে বিক্ষোভে পর্যটন খাতে ধস

হংকংয়ে আন্দোলনকারীরা

হংকংয়ে বিক্ষোভে পর্যটন খাতে ধস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হংকংয়ে সরকারবিরোধী চলমান বিক্ষোভে গত আগস্টে পর্যটকদের সংখ্যা ব্যাপকহারে কমে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের ফলে হংকংয়ের অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

হংকংয়ের অর্থনৈতিক সেক্রেটারি পল চ্যান এক ব্লগ পোস্টে জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ৪০ শতাংশ পর্যটক কমে গেছে।

ওই ব্লগ পোস্টে তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছরের জুলাই পর্যন্ত ৫ শতাংশ রাজস্ব হ্রাস পেয়েছে।

অথচ গত বছর হংকং ছিল বিশ্বের অন্যতম পর্যটন নগরী। সে বছর সেখানে ৩০ মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন।

শহরটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ এখনও শেষ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

চীনে প্রস্তাবিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়।

শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পুলিশ এবং অ্যাক্টিভিস্টদের মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে এবং আন্দোলনকারীরা সংসদ পর্যন্ত অবরোধ করে রাখছে।

বিক্ষোভের ফলে ওই অঞ্চলের অর্থনীতি ব্যাপকহারে বাধাগ্রস্থ হচ্ছে, বিশেষ করে পর্যটন ও সংশ্লিষ্ট খাতগুলোতে বিপর্যয় দেখা দিচ্ছে।

গত আগস্টে বিক্ষোভকারীরা বিমানবন্দর অচল করে দেয়। এতে করে কয়েকশ ফ্লাইট বাতিল হয়ে যায়।

সূত্র: বিবিসি

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর