এভাবে ভোট হলে জনগণের রায় মেনে নেব : বাবলা

সংগৃহীত ছবি

এভাবে ভোট হলে জনগণের রায় মেনে নেব : বাবলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টার দিকে নগরীর দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা। এরপর কেন্দ্র থেকে বের হয়ে ভোট সুষ্ঠ হচ্ছে জানিয়ে সন্তোস প্রকাশ করে বলেন, এভাবে ভোট হলে জনগণের রায় আমি মেনে নেব।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রংপুর সিটি করপোরেশনের ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন।

গতবারের চেয়ে ভোটার বেড়েছে ২৪ হাজার।

১৯৩টি কেন্দ্রের মধ্যে ১২৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। রংপুর সিটিতে এবার দলীয় প্রতীকে প্রথমবার ভোট হচ্ছে।

সম্পর্কিত খবর