ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব : ঝন্টু

আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু

ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব : ঝন্টু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

সকাল সোয়া দশটার দিকে তিনি নগরের সালেমা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এরপর কেন্দ্র থেকে বের হয়ে বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সুষ্ঠু ভোট হলে মেনে না নেওয়ার কোনও কারণ নেই।

তিনি বলেন,উন্নয়নের স্বার্থে মানুষ নৌকায় ভোট দিবে। নির্বাচনে জয়ী হলে সবার সহায়তা নিয়ে সুন্দর নগরী গড়ে তুলব।

এদিকে রংপুর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা অভিযোগ করেছেন তার এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  

যদিও সকাল ৯টার দিকে নগরীর দেওয়ানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে।

এভাবে ভোট হলে জনগণের রায় মেনে নেবেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, বিএনপির এমন অভিযোগ পুরনো। পরাজয়ের লক্ষণ দেখলেই নানা অভিযোগ তুলে ধরবে তারা।

সম্পর্কিত খবর