ই-সিগারেট উৎপাদন, আমদানি এবং বিক্রি নিষিদ্ধ ভারতে

অনলাইন ডেস্ক

মারাত্মক ক্ষতিকর ই-সিগারেট ভারতে এর উৎপাদন, আমদানি এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি বলেন, ই-সিগারেট নিষিদ্ধের নির্বাহী আদেশে মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে তা পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই আদেশটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে এবং সেখানে পাস হলে তা আইনে পরিণত হবে।

নতুন নিয়মে ই-সিগারেটের নিষেধাজ্ঞা ভাঙ্গলে প্রথমবার এক লাখ রূপি জরিমানা এবং এক বছরের জেল হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এবং নিউইয়র্কে নিষিদ্ধ হলো সিগারেটের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা ভ্যাপিং বা ই-সিগারেট।

 

এই রকম আরও টপিক