‘মাশরাফির সেই কথা অনেকের অজানা’

অনলাইন ডেস্ক

ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার ক্যরিয়ার জীবনের চড়াই-উৎড়াই নিয়ে মন্তব্য করেছেন জিম্বাবুয়ের অন্যতম সেরা ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে মাশরাফির সঙ্গে খেলতে পারা আমার সব থেকে ভালো স্মৃতি। আমি মনে করি, ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের অন্যতম সেরা। এটাকে আমার জন্য আশীর্বাদও বলা যাবে।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা।  

এদিন আফগানিস্তানের বিপক্ষে ৪২ বলে ৭১ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয় উপহার দেন তিনি।

খেলে শেষে সংবাদ সম্মেলনে প্রিয় বন্ধু মাশরাফি প্রসঙ্গে জিম্বাবুয়ের এ অধিনায়ক আরও বলেন, ‘মাশরাফির কঠিন সময়ের কথা এখনও মানুষ জানেন না। সে কীভাবে ক্যারিয়ার সামলেছে, সেটা অনেকেরই অজানা।

আমি ওকে সব সময়ই বলি, তোমার নিজেকে নিয়ে বই লেখা উচিত। ’

মাশরাফি প্রসঙ্গে জিম্বাবুয়ের সদ্য বিদায়ী অধিনায়ক বলেন, ‘মাশরাফির অভিজ্ঞতা তরুণদের জন্য হবে অনুপ্রেরণা। মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে যতটুকু দিয়েছে, তার সবটাই সবার কাছে পৌঁছানো প্রয়োজন। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর