খুলনা জিআরপি থানার ওসির বিরুদ্ধে গণধর্ষণ মামলা

জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি পাঠান

খুলনা জিআরপি থানার ওসির বিরুদ্ধে গণধর্ষণ মামলা

অনলাইন ডেস্ক

খুলনার জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হকসহ ৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী নারী।  

আজ রোববার সকালে তিনি খুলনা নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলার আবেদন জানান। দুপুরে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট তাদের প্রত্যাহার করা হয়।

৬ আগস্ট দুপুরে রেলওয়ে পুলিশের কুষ্টিয়া সার্কেলের সিনিয়র এএসপি ফিরোজ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্ত শুরু করে।

২ আগস্ট ঘটনার রাতে খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করেছেন ওই নারী।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

এই রকম আরও টপিক