পেডিকোট পড়ে নামাজ হবে কি?

অনলাইন ডেস্ক

পেডিকোট পড়ে নামাজ হবে কি না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আম্বর শাহ শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ মাযহারুল ইসলাম। তিনি বলেছেন, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখে যে কোনো পোশাকে নামাজ পড়া যাবে। কেউ যদি মনে করে ওরনা দিয়ে পুরো শরীর ঢেকে নামাজ পড়তে তবেও হবে। আবার যদি মনে করে স্কার্প দিয়ে ঢেকে নামাজ আদায় করতে তবুও হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর