রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফ কর্মী আটক

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী যতীন খীসা

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফ কর্মী আটক

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে চাঁদাবাজির অভিযোগে এক যুবকে আটক করেছে যৌথবাহিনী। আটকের নাম, যতীন খীসা (৩০)।

রোববার রাতে নানিয়ারচর উপজেলার কাউন্সিল পাড়া থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির নানিয়ারচর উপজেলার কাউন্সিল পাড়াতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনীর একটি দল। এসময় ওই এলাকায় অবস্থান করছিল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) যতীন খীসা। এসময় ঘেরাও করে তাকে আটক করতে
সক্ষম হয় যৌথবাহিনী। পরে তল্লাশী চালিয়ে তিনটি চাঁদা আদায়ের রশিদ বই, ৪ চার হাজার ৬৮০টাকা, ইউপিএিফ’র প্রাথমিক ঘোষণা বই, একটি মোবাইলফোনসহ তার সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে তাকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।

রাঙামাটি নানিয়ারচর থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. মোজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের চাঁদা সংগ্রহ করে বলে স্বীকার করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)