অন্তত ৫ ওভার করে হলেও খেলা শুরু হতে পারে!

অন্তত ৫ ওভার করে হলেও খেলা শুরু হতে পারে!

অনলাইন ডেস্ক

এই টানা টিপ টিপ বৃষ্টির কারণেই বাংলাদেশ আর আফগানিস্তানের তিন জাতি টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল বিলম্বিত। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরুর কথা থাকলেও সেটা হয়নি।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে টস হয়। সেটাও বৃষ্টির কারণে হয়নি।

  ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে টুর্নামেন্টের জৌলসটাই নষ্ট হয়ে যাবে।

খেলা পরিচালনার দায়িত্বে থাকা সবাই কায়মনে চাচ্ছেন, যাতে অন্তত ৫ ওভার করে খেলা হয়। বিসিবির অফিসিয়াল স্কোরার হাবিবউল্লাহ জানিয়েছেন, যখনই খেলা শুরু হোক, আর যে কয় ওভারের ম্যাচই হোক না কেন; রাত ১০টা ৪০ মিনিট হলো খেলা শেষ করার সর্বশেষ সময়।

এখন ৫ ওভার করে হলেও মোট ৫৪ মিনিট খেলার সময় দরকার।

তাই ধরে নেয়া হচ্ছে যে করেই হোক অন্তত ৫ ওভার করে হলেও রাত ৯ টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু করতেই হবে।

তারও অন্তত মিনিট ১৫ আগে হবে টস। অর্থাৎ রাত ৯টার মধ্যে হয়তো শেষ বারের মধ্যে মাঠ ও পিচ পরিদর্শন শেষে খেলা শুরুর সময় নির্ধারণ করা হবে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)