পরিবারের অতিরিক্ত শাসনে তারা চা স্টলে

ময়মনসিংহ

পরিবারের অতিরিক্ত শাসনে তারা চা স্টলে

সৈয়দ নোমান, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজের ছয় দিন পর দুই শিক্ষার্থীকে গাজিপুর থেকে উদ্ধার করা হয়েছে। গাজীপুর জেলার জয়দেবপুর শিববাড়ি মোড় থেকে তাদের উদ্ধার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বুধবার দুপুরে উদ্ধার শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় দেয় পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন অষ্টম শ্রেণির স্কুলছাত্র রোমান এবং ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র ইয়াসিন।

পরিবারের অতিরিক্ত শাসনের ফলে দুজনে আত্মগোপনে যায়।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করার পর জেলা গোয়েন্দা পুলিশ উদ্ধার অভিযান চালায়। গতকাল রাতে তাদের গাজীপুর জেলার জয়দেবপুর শিববাড়ি মোড়ের একটি বাসা থেকে উদ্ধার করে।

তিনি আরো জানান, অতিরিক্ত শাসনের কারণে তারা দুজনে স্বেচ্ছায় আত্মগোপনে যায়।

গাজীপুর গিয়ে একটি চা স্টলে কাজ করতো তারা।

রোমান স্থানীয় ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের এবং ঈশ্বরগঞ্জ চরনিকলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

(নিউজ টোয়েন্টেফোর/তৌহিদ)