মোদী ‘ফাদার অব ইন্ডিয়া’: ট্রাম্প

নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প

মোদী ‘ফাদার অব ইন্ডিয়া’: ট্রাম্প

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯তম জন্মদিনে টুইটারে এক শুভেচ্ছা বার্তায় তাঁকে ‘ফাদার অব আওয়ার কান্ট্রি’ সম্বোধন করে তোপের মুখে পড়েছিলেন দেশটির মহারাষ্ট্র প্রদেশের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিসের স্ত্রী আমরুতা ফাদনবিস।

সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা করে অনেকে মন্তব্য করেন, ‘মোদী নন, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী’।  

এবার নরেন্দ্র মোদীকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বলে তাঁর ভূয়শী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

গতকাল মঙ্গলবার নিউইয়র্কে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদিকে এভাবেই প্রশংসা ভাসান ট্রাম্প।

পাশে বসা মোদীর দিকে ইঙ্গিত করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী মোদী) একজন ভদ্রলোক ও মহান নেতা। উনি গোটা ভারতের অবস্থা পাল্টে দিয়েছেন। মানুষের মধ্যে বিরাজমান অসন্তোষ-দ্বন্দ্ব ঐক্যবদ্ধভাবে নিরসন করেছেন। একজন বাবা যেমন সব সন্তানকেহ একই আদরে মায়ায় আগলে রাখেন, উনিও গোটা ভারতকে একসঙ্গে বেঁধে সবাইকে নিয়ে পথ চলছেন।

হয়তো উনিই ‘ফাদার অব ইন্ডিয়া’। আমরা তো ওনাকে ফাদার অব ইন্ডিয়া বলেই সম্বোধন করি। ’

এছাড়াও মোদীকে বিশ শতকের সবচেয়ে জনপ্রিয় মার্কিন গায়ক ও অভিনেতা ‘কিং অব রক অ্যান্ড রোল’ খ্যাত এলভিস এরোন প্রেসলি’র সঙ্গে তুলে করে প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন সবার ভালোবাসার পাত্র উনি। উনি হলেন ভারতের এলভিস প্রেসলি। ’

এর আগে গত রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রায় ৫০ হাজার ভারতীয়র উপস্থিতিতে ‘হাউডি মোদী’ শীর্ষক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের ভূয়শী প্রশংসা করেন। ওই অনুষ্ঠানে ট্রাম্পও বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষে এক টুইটে ট্রাম্প বন্দনা করে মোদী লিখেন- ‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প, হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে আপনার উপস্থিতি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে দিন নির্ণায়ক মুহূর্ত। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আপনি ভারত ও ভারতীয়দের বলিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। আপনার উপস্থিতি ভারতীয় প্রতিনিধিত্বের প্রতি আপনার সম্মানের উজ্জ্বল উদাহরণ। ’

টুইটে আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে জয়যুক্ত করতে মার্কিনী জনগণের প্রতি আহ্বান জানান মোদী।

এর ঠিক দুদিন পর গতকাল মঙ্গলবার ট্রাম্পও মোদীকে ‘ফাদার অব আওয়ার কান্ট্রি’ আখ্যা দিয়ে পাল্টা প্রশংসায় ভাসালেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর