এবারের দুর্গাপূজায় প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়লো

এবারের দুর্গাপূজায় প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়লো

অনলাইন ডেস্ক

এবারের দুর্গাপূজায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়িয়ে তিনদিন থেকে পাঁচদিন করা হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৫-৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

আজ বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পূজার ছুটি দুইদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে।

এতে করে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা।  

সূত্রে জানা যায়, এ বছর মধ্যমিক স্তরে পূজার ছুটি ৪ অক্টোবর (শুক্রবার) থেকে ১৩ অক্টোবর (রবিবার) পর্যন্ত আট দিন। আর প্রাথমিকে ছুটি ৭ অক্টোবর (সোমবার) থেকে ৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত মাত্র তিন দিন।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে মোট ছুটি ৭৫ দিন হওয়া নিয়েও ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)