দেশের কোথাও ক্যাসিনো রাখা হবে না: র‌্যাব ডিজি

দেশের কোথাও ক্যাসিনো রাখা হবে না: র‌্যাব ডিজি

অনলাইন ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, দেশের কোথাও ক্যাসিনো রাখা হবে না। আজ শুক্রবার বিকালে রাজধানীর বনানীতে জঙ্গিবিরোধী অভিযানের বিশেষ মহড়া পরিদর্শন শেষে তিনি এ হুশিয়ারি দেন।

তিনি বলেন, দেশের সব ক্যাসিনো নজরদারি রয়েছে। ক্যাসিনো বন্ধ করার যে অভিযান শুরু হয়েছে, তা চলতে থাকবে।

সব ক্যাসিনো গুঁড়িয়ে দেয়া হবে।

তবে ক্যাসিনোর ইস্যুতে কারও কারও চরিত্র হনন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তথ্যপ্রমাণ ছাড়া কোনো সংবাদ পরিবেশন না করার আহ্বান জানিয়েছেন সংবাদকর্মীদের।

র‌্যাব ডিজি আরও বলেন, যে কোনো ধরণের জঙ্গিবাদ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‌্যাব।

জঙ্গিদের সব ধরনের হামলা গুঁড়িয়ে দেয়ার জন্যও র‌্যাব প্রস্তুত। সেখানে উপস্থিত স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

এই রকম আরও টপিক