ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

ভূমিম্পে আহতদের চিকিৎসা চলছে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০-এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

রোববার একথা ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

বৃহস্পতিবার ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়। এর পাশাপাশি বহু সরকারি স্থাপনা এবং অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্তের তালিকায় আম্বন শহরের প্রধান সেতুও রয়েছে।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা মৃতের সংখ্যা ২০ বলে জানিয়েছিলেন। তবে ধ্বংসস্তুপের নিচে পড়ে থাকা লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা ৩০-এ পৌঁছালো। এ ভূমিকম্পে ১৫০ জনের বেশি আহত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আগুস উইবোয়ো জানিয়েছেন, এখনো কমপক্ষে দুই লাখ লোক সরকারি আশ্রয় কেন্দ্রে রয়েছেন।

অনেকে আবার হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রের কাছে তাঁবু গেড়ে অবস্থান করছেন। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় নিচু ভূমির লোকজনকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)