গৃহবধূকে হত্যা: স্বামী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

যাবজ্জীবন প্রাপ্ত আসামি

গৃহবধূকে হত্যা: স্বামী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

এসএম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠাঁলিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আলো খান ও তার পরকীয়া প্রেমিকা পাখি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাখি বেগমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাণ্ড দেওয়া হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলো খান (৪৫) ওরফে আলম খান কাঠাঁলিয় উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের জেলেম খানের ছেলে এবং পাখি বেগম (৪০) একই এলাকার লাল মিয়ার স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠির কাঠাঁলিয় উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের লাল মিয়ার স্ত্রীর পাখি বেগমের সঙ্গে তিন বছর যাবৎ পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী আলো খানের। এ ঘটনার জের ধরে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি রাতে তর্ক-বির্তকের এক পর্যায়ে আলো খান তার স্ত্রী বিউটি বেগমকে (৪০) গলাটিপে হত্যা করেন। পরে বাড়ির পাশের একটি কচুক্ষেতে নিহত স্ত্রীর লাশ ফেলে দেন আলো।

পরে এ ঘটনায় নিহত বিউটি বেগমের ভাই ফোরকান বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি আলো খান ও তার পরকীয়া প্রেমিক পাখি বেগমকে আসামি করে কাঠাঁলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ১০ অক্টোবর পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১২ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর দোষী প্রমাণিত হওয়ায় আদালত আলো খানকে আমৃত্যু যাবজ্জীবন ও পাখি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আসমিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)