গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে এক সন্তানের জননীকে (২৭) অপহরণের পর ধর্ষণের দায়ে আজিজুল ইসলাম (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুণাল-২ এর বিচারক শওকত আলী
একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আজিজুল জেলার শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর এলাকার রইসুদ্দিনের ছেলে।


সরকারি আইনজীবী আঞ্জুমান আরা জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে থাকত ওই গৃহবধূ।


অবস্থায় তাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত আজিজুল। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে বাবার বাড়ির অদূরে সড়কের ওপর থেকে ওই গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ করে অটোরিক্সাচালক আজিজুল।

এরপর এই ঘটনা আপোষ মীমামংসার চেষ্টা করা হয়। কিন্তু তা ব্যর্থ হলে ঘটনার ৩ মাস ৮দিন পর ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে ২০১৭ সালের ২১ মার্চ শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর পুলিশ আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা ২০১৭ সালের ১৬ জুলাই আদালতে আজিজুলকে একমাত্র অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। আটজনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল গতকাল রোববার দুপুরে আসামি আজিজুলকে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ ঘোষণা করেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভাকেট মোকসেদুল ইসলাম নুরতাজ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)