টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

‘বন্দুকযুদ্ধ’

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামাল (২৭) ও ইউনুচ (২১) নামে দুইজন নিহত হয়েছেন। নিহতরা ‘ইয়াবা কারবারি’ বলে বিজিবির দাবি।

বিজিবির ভাষ্য, এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক ও ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ‌‘বন্দুকযুদ্ধে’ তিন সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের দক্ষিণ দমদমিয়া এলাকায় সংঘবদ্ধ পাচারকারী চক্র পাচারের জন্য ইয়াবার বড় একটি চালান ওই এলাকায় মজুদ করেছে। এমন গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

এ সময় ইয়াবা কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে বিজিবির সদস্যও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে বিজিবির অভিযানের মুখে পাচারকারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি অস্ত্র, ৫০ হাজার ইয়াবা, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি কিরিচসহ দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

‘গুলিবিদ্ধ দুজনকে প্রথমে টেকনাফ হাসপাতালে। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতাল নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)