অস্ত্রমহড়া নিয়ে যা বললেন হুইপপুত্র

অনলাইন ডেস্ক

অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিতর্ক সৃষ্টি করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী ওরফে শারুন চৌধুরী।

এর আগে ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান চট্টগ্রামের পটিয়ার সাংসদ সরকারদলীয় হুইপ সামশুল হক চৌধুরী। তার পরই তার অতীতের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। আর এসবের মধ্যেই সামনে এসেছে তাঁর ছেলের একটি অডিও এবং ভিডিও।

ওই অডিওতে তিনি নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীকে চড় মেরে দাঁত ফেলে দেওয়ার পাশাপাশি রাস্তায় কাপড় খুলে ফেলার হুমকি দেন। বলেন, ‌‌‌গালবাজি যেখানে-সেখানে করবি রাস্তাঘাটে চড় মেরে মুখের দাঁত সবগুলো ফেলে দেব। বেয়াদব কোথাকার।

এছাড়াও বলেন- ‘রাস্তাঘাটে যখন প্যান্ট শার্ট খুইলা দিমু তখন বুঝবেন।

বেয়াদবি তো এখনও দেখেন নাই। সম্মান করে কথা বলছি গায়ে লাগতেছে না?’

এই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

চড় মারার হুমকি দেওয়ার কথা অস্বীকার করে নাজমুল বলেন, ‘আমার বক্তব্য “সুপার এডিট” করে দিদারুল প্রচার করেছেন। ’

এ ছাড়া নাজমুল করিম চৌধুরীর ‘এ কে-৪৭ রাইফেল’ দিয়ে শুটিংয়ের একটি ভিডিও চিত্রও ফেসবুকে ভাইরাল হয়।  

নাজমুল জানান, রাশিয়ার একটি শুটিং ক্লাবে তাঁর এই ভিডিও ধারণ করা হয়।

এদিকে গতকাল রোববার সামশুল হক চৌধুরী এমপি নামে হুইপের নিজের একটি ফেসবুক আইডিতে বলা হয়, ‘আমার ছেলে শারুন চৌধুরীর আইডি হ্যাক করা হয়েছে। দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)