কুমিল্লার দেবিদ্বারে ডিবি পুলিশের সাথে কথিত বন্ধুক যুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ পুলিশ সদস্য। শনিবার ভোরে দেবিদ্বার উপজেলার হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশের ওসি মনজুর আলম জানান, ভোর রাতের দিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হাতিমারা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ।
এ ঘটনায় ডিবি পুলিশের এক উপ পরিদর্শক ও চারজন কনস্টেবলসহ পাঁচজন আহত হয়।
উল্লেখ্য, সম্প্রতি দেবিদ্বারের জাফরগঞ্জে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমের বাড়িতে ডাকাতিসহ বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা ঘটে।