রাঙামাটি জজ আদালত পরিদর্শন করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি

রাঙামাটি জজ আদালত পরিদর্শন করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি

ফাতেমা জাান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটি জজ আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশী হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। আজ মঙ্গলবার বেলা ১১টায় তিনি রাঙামাটি জজ আদালত চত্বরে নব নির্মিত  'জিরানী হলা' নামে একটি বৈঠকখানা উদ্বোধন করেন। এপর তিনি রাঙামাটি জজ আদালত ভবন পরিদর্শন করেন।  

এ সময় রাঙামাটির জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোরশেদ খান, যুগ্ম জজ সাইফুল ইলাহী, অতিরিক্ত সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী, রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা ও জৈষ্ঠ আইনজীবী এ্যাডভোকেট মোখতার আহমেদ ও এ্যাডভোকেট (পিপি) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

জানা যায়, গত সোমবার রাঙামাটিতে আসেন বাংলাদেশী হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান। বুধবারও রাঙামাটি থাকার কথা রয়েছে তার। তিনি রাঙামাটি জজ আদালতে বিচার কাজ কার্যক্রম পর্যাবেক্ষণ করার জন্য এসেছেন বলে জানা গেছে।  

তার অংশ হিসেবে মামলা সংক্রান্ত বিষয়ে রাঙামাটি জেলার দুর-দুরান্ত থেকে আগত সাধারণ মানুষের জন্য নির্মিত বৈঠকখানাটি উদ্বোধন করেন তিনি।

যার নাম রাখা হয় 'জিরানী হলা'। তিনি রাঙামাটি সার্কিট হাউজে অবস্থান করবেন।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)