‘পাহাড় অশান্ত করতে আঞ্চলিক দলের অপরাজনীতি অব্যাহত’

‘পাহাড় অশান্ত করতে আঞ্চলিক দলের অপরাজনীতি অব্যাহত’

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড় অশান্ত করতে নামধারী আঞ্চলিক দলগুলো অপরাজনীতি অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।  

তিনি বলেন, পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে তাদের এমন রাজনীতি। কারণ তারা চায় না পাহাড় উন্নত হোক। পাহাড়ে বসবাসরত মানুষগুলো উন্নয়নের সুফল ভোগ করুক।

তাই সশস্ত্র আঞ্চলিক দলগুলো সরকারের উন্নয়নের ধারাকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। চাঁদাবাজী, খুনাখুনি ও রক্তপাত করছে।

অবৈধ অস্ত্রের মুখে পাহাড়ের মানুষের স্বাধীনতা জিম্মি করে রেখেছে। পাহাড়ে আঞ্চলিক রাজনীতির নামে যারা সশস্ত্র সন্ত্রাস সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনতে হবে।

 

মঙ্গলবার দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলা বিভিন্ন প্রকল্পের কাজের উদ্বোধনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।

এসময় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সদস্য শান্তনা চাকমা, উপজেলা আ'লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ উপস্থিত ছিলেন।

রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেন, বর্তমান সরকারের কারণে দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। পাহাড়ও পিছিয়ে নেই। সরকারের উন্নয়নের ধারা সবখানে পৌঁছে গেছে। এরই মধ্যে পানি উন্নয়র বোর্ডের অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৩টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।  

অন্যদিকে কাপ্তাই উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরে অর্থায়নে  ৪ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মিত  হয়েছে। এর সুবিধা ভোগ করবে এ অঞ্চলের মানুষ।  

তিনি আরও বলেন, সরকার এখন দেশকে দুর্নীতিমুক্ত করতে কাউকে ছাড় দিচ্ছে না। সরকারের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাতে সবাইকে দুর্নীতি থেকে বিরত থাকতে হবে।  

এর আগে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ, কর্নফুলি নদী হতে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স এর ভাঙ্গন রোধে কর্ণফুলি নদীর পাশে প্রতিটি ১৫০ মিটার করে তীর প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের উদ্বোধন করেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।
 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)